ঝালকাঠিতে আশার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্টের মৃত্যুবাষির্কী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে আশার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মো: সফিকুল হক চৌধুরীর তৃতীয় মৃত্যুবাষির্কী উপলক্ষে আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়ার আয়োজন করা হয়।সোমবার সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম।
এসময় আশা ঝালকাঠি সদর অঞ্চলের সিনিয়র আর. এম মুহাম্মদ বাবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ঝালকাঠি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মো: মোস্তাফিজুর রহমান, ঝালকাঠি প্রেসক্লাব সদস্য মোঃ উজ্জল রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ আগত সেবা গ্রহিতা ও সমন্বিত স্বাস্থ কেন্দ্রর কর্মীরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে এমবিবিএস ডাক্তার কর্তৃক চিকিৎসা, ফিজিওথেরাপি, ওষুধ ও ডায়াবেটিস পরিক্ষার সুবিধা পেয়ে আগত রোগীরা সবাই খুশি হন।
ক্যাম্পে আগত অতিথিরা বলেন, এ ধরণের কর্মকান্ডে সাধারন মানুষের স্বাস্থ্যের উন্নয়ন এবং সমদ্ধি আনবে অর্থনৈতিক জীবনে এবং সর্বোপরি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাবে। বেসরকারি প্রতিষ্ঠান আশা’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রয়াত মো: সফিকুল হক চৌধুরীর স্মরণে বিনামূল্যে প্রায় ৫০০ সেবা গ্রহীতাদের ডাক্তার ব্যবস্থাপত্র,  ফিজিওথেরাপি, ওষুধ বিতরণ ও ডায়াবেটিস পরিক্ষা করা হয়।
ঝালকাঠি সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম বলেন, এনজি ও শুধু ব্যবসায়িক কর্মকান্ড নয়, পাশাপাশি সামাজিক উন্নয়নে এগিয়ে আসছে আশা। সমাজে এই ধরণের যত প্রতিষ্ঠান আছে তারা সবাই যদি মানুষের সেবায় এভাবে এগিয়ে আসে তাহলে স্বাস্থ্য সেবা সবার দোরগোড়ায় পৌঁছানো সম্ভব। সরকারের একার পক্ষে এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়ে। তাই সব স্বাস্থ্য সেবায় জড়িত এই ধরনের প্রতিষ্ঠান গুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি ঝালকাঠি আশা সমম্বিত স্বাস্থ্য কেন্দ্র অসহায় দরিদ্র মানুষের মাঝে ফ্রিচিকিৎসা ক্যাম্প করায় বিশেষ ভাবে ধন্যবাদ জানান।
ফ্রি মেডিকেল ক্যাম্পইনে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. লিমন মন্ডল (এমবিবিএস) এবং ফিজিওথেরাপি সেবা প্রদান করেন ফিজিওথেরাপিস্ট সুমন ওঝা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ঝালকাঠি * ফ্রি মেডিকেল ক‍্যাম্প