সৈয়দপুর রেল পুলিশের হাতে টিকিটসহ কালোবাজারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার

 
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের হাতে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার হয়েছে। এসময় তাদের কাছ থেকে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেক্স ট্রেনের ১১টি আসনের ৫ টি টিকিটসহ নগদ অর্থ পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের নুর আলমের ছেলে আশরাফুল ইসলাম ওরফে লিখন (৩২) এবং চিলাহাটির মৃত শুকারু  হোসেনের ছেলে মো. মিন্টু (৪২)। রবিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে সোমবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে তাদের নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।
রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে সৈয়দপুর রেলওয়ে পুলিশ সদস্যের একটি দল চিলাহাটি স্টেশনে অভিযান পরিচালনা করে। রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলামের নেতৃত্বে অভিযানকালে পুলিশ স্টেশনের প্লাটফরম থেকে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের দেহ তল্লাশি করে চিলাাহটি থেকে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ১১টি আসনের ৫টি টিকিট, নগদ এক হাজার ৫ শ’ টাকা ও একটি  মোবাইল  ফোন সেট  উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব টিকিট আজ সোমবার (১২ ফেব্রুয়ারী) ও মঙ্গলবার (১৪  ফেব্রুয়ারী) তারিখে চিলাহাটি থেকে ঢাকা যাওয়ার। পরে তাদের আটক করে সৈয়দপুর রেলওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নুরুল ইসলাম ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে পাঁচটি টিকিটসহ হাতেনাতে আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে সোমবার তাদের নীলফামারী আদালতে সোপর্দ করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * সৈয়দপুর