শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

মঠবাড়িয়ায় পৌষ-ফাগুনের পিঠা উৎসব

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় বাঙালীর চিরায়িত উৎসব পৌষ-ফাগুনের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় উদীচী শিল্পী গোষ্ঠির আ‌য়োজ‌নে শহরের নিসর্গ নিবাস চত্বরে এ পীঠা উৎসবের আয়োজন করে।
উৎসবে ১৫টি স্টলে বাঙালীর শত রকমের পিঠাপুলি, পায়েশ ও মিঠাই রসনা প্রদর্শনা করা হয়। উৎসবমুখর পরিবেশে নারী উদ্যোক্তারা এ পীঠা মেলায় অংশ নেন। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুধীজন ও নারী উদ্যোক্তাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত  ছিলেন।
পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য মো. শামীম শাহনেওয়াজ এ পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদীচী মঠবাড়িয়া শাখার সভাপতি শিবু সাওজাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর  রহমান সিফাত, ইউপি চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত, প্রবীণ সাংস্কৃতিক সংগঠক সুভাষ মজুমদার ও আইনজীবী দিলীপ কুমার পাইক প্রমূখ। শেষে উদীচী শিল্পী গোষ্ঠী পৌষ-ফাগুনের গান ও নৃত্য পরিবেশন করে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * পিঠা উৎসব
সাম্প্রতিক সংবাদ