বীরগঞ্জে রঙিন ফুলকপি-বাঁধাকপি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর অঞ্চলে (২০২৩-২০২৪) অর্থবছরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত রঙিন ফুলকপি ও বাঁধাকপি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত।
৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর ও নিজপাড়া ইউনিয়নে দামাইক্ষেত্র গ্রামে  প্রায় দুই শতাধিকের  বেশি কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
এসময় বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের  পরিচালক আবু রেজা মো: আসাদুজ্জামান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠানে বক্তাগন উচ্চ মূল্যে নিরাপদ ফসল উৎপাদন, রঙিন ফুলকপি ও বাঁধাকপির পুষ্টিমান এবং জৈব বালাই ব্যবস্থাপনা বিষয়ে এলাকার কৃষকদের সাথে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ