অমর একুশে বইমেলায় আসিফ মেহ্‌দীর বইগুলো একটু আলাদা

অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশিত হয়েছে জনপ্রিয় কথাসাহিত্যিক আসিফ মেহ্‌দীর নতুন চারটি বই। দেশসেরা দুই ফান ম্যাগাজিন ‘উন্মাদ’ ও ‘রস+আলোতে’ লেখার সুবাদে আসিফ মেহ্‌দী লাভ করেন তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা।
তারপর একে একে প্রকাশিত তাঁর প্রতিটি বইয়ে ব্যঙ্গ আর হাসির সঙ্গে গভীর জীবনবোধের প্রতিফলন ঘটিয়ে তিনি শুধু পাঠকপ্রিয়তাই লাভ করেননি, বইগুলো উঠে এসেছে বেস্ট সেলার বইয়ের তালিকায়। সেগুলোর মধ্যে আছে উপন্যাস, সায়েন্স ফিকশন, সাইকো থ্রিলার; যেমন- মায়া, বধির নিরবধি, অপ্সরা, তরু-নৃ, আড়াল। এখন তিনি লিখছেন ‘কিশোর আলো’, ‘কিশোর পাতা’, ‘বিজ্ঞানচিন্তা’ ও ‘বিজ্ঞান আনন্দ’তে। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা পঁয়ত্রিশ। ফেসবুকে লেখককে অনুসরণ করেন প্রায় দশ লক্ষ পাঠক।
লেখকের নতুন চারটি বই: অদ্রির অভিযান (কিশোর উপন্যাস), সেরা চার অ্যাডভেঞ্চার (অ্যাডভেঞ্চার উপন্যাস সমগ্র), রুবিরু (সায়েন্স ফিকশন), Tales That Teach, Stories That Touch (ইংরেজি ছোটগল্পের সংকলন)। বইগুলো প্রকাশ করেছে দেশের স্বনামধন্য চারটি প্রকাশনী। কথাপ্রকাশ (প্যাভিলিয়ন ২১), অনন্যা (প্যাভিলিয়ন ৩২), অনিন্দ্য প্রকাশ (প্যাভিলিয়ন ২০), পাঞ্জেরী পাবলিকেশন্স লি. (প্যাভিলিয়ন ১৩), প্রথমা (প্যাভিলিয়ন ৫) এ পাওয়া যাচ্ছে এই লেখকের বই। প্রকাশিত নতুন বইগুলো সম্পর্কে আসিফ মেহ্‌দী জানান, ‘৪র্থ শিল্পবিপ্লবের যুগে শিক্ষার্থীদের বিজ্ঞানের বেগ ও মানবিক আবেগের সমন্বয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নানা উপকরণ রেখেছি নতুন বইগুলোতে।’
কল্পবিজ্ঞানের প্রতিটি বইয়ে আসিফ মেহ্‌দী শুধু গল্প লেখেননি; পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিগত নানা কঠিন বিষয় অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরেছেন। এছাড়া ‘গল্পে আনন্দে বিজ্ঞান’ সিরিজের বইগুলোর মাধ্যমে তিনি বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা সৃষ্টিতে দক্ষতা ও সফলতার পরিচয় দিয়ে চলেছেন। গল্প-উপন্যাস ছাড়াও সাহিত্যের অন্যান্য শাখায় আছে আসিফ মেহ্‌দীর বিচরণ।
টেলিভিশনে প্রচারিত তার লেখা নাটক ‘অ্যানালগ ভালোবাসা’র বিষয়বস্তুর জীবনঘনিষ্ঠতা দর্শকদের হৃদয় ছুঁয়েছে। নিয়মিত তিনি ফেসবুক পেজে পোস্ট করেন ছোট-বড় ছড়া-কবিতা। প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া ছোট-বড় সব ঘটনা নিয়ে লেখা এই ছড়া-কবিতাগুলো আসলে মানবজীবন ও জগৎসংসারের প্রতিচ্ছবি। তিনি এগুলোর নাম দিয়েছেন ‘ন্যানো কাব্য’। ভিন্নধর্মী কাব্যধারার সূচনাকারী এই ন্যানো কাব্যের জনককে পাঠকভক্তরা ভালোবেসে ডাকেন ‘ন্যানো কবি’।
আসিফ মেহ্‌দী পিএইচডি করতে গেছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। গবেষণা করছেন টেকসই বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা নিয়ে। বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরিতে যোগদানকৃত প্রকৌশলী আসিফ মেহ্‌দী গ্রাজুয়েশন করেছেন বুয়েটে এবং পোস্ট গ্রাজুয়েশন করেছেন যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে; অর্জন করেছেন ডিস্টিংশনসহ ফার্স্ট ক্লাস। ছাত্রজীবনে ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অসংখ্য পদক ও সম্মাননা।
এসএসসি ও এইচএসসিতে বোর্ড-স্ট্যান্ড করার জন্য আসিফ মেহ্‌দী বি,এ,এফ, শাহীন কলেজ ঢাকা থেকে পেয়েছেন ‘বিমানবাহিনী প্রধানের শ্রেষ্ঠ মেধা ট্রফি’ এবং নটরডেম কলেজ থেকে লাভ করেছেন ‘অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স’। তিনি বাংলাদেশ বেতারে উপ-স্টেশন প্রকৌশলী হিসেবে কর্মরত। শিক্ষানুরাগী ও শিল্পমনা পরিবারে আসিফ মেহ্‌দীর জন্ম। লেখালেখি ও লেখাপড়ার ক্ষেত্রে বিশেষভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন তাঁর বাবা-মা, এবং সহধর্মিণী ডা. মৌবীণা জ্যাকলিন বারি। ‘বিড়ালছানা ক্যাকটাস’ বইয়ের জন্য পেয়েছেন ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৩ এবং আর্টলিট সেরা বই পুরস্কার ২০২৩।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * অমর একুশে বইমেলা