নাসিরনগরের সর্বত্রই এখন মাদকের ভয়াল ছড়াছড়ি

 

নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের সর্বত্রই এখন চলছে মাদকের ভয়াল ছড়াছড়ি। আর এ সমস্ত মাদকের মধ্যে রয়েছে মরণনেশা, ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হিরোইন চোলাই মদ আর ভারতীয় বিভিন্ন নেশাজাতীয় পানিয়। তবে সব চেয়ে বেশী ছড়াছড়ি হচ্ছে ইয়াবা, গাঁজা আর চোলাইমদের।

আর এ সমস্ত নেশাজাতীয়দ্রব্য সেবন করে সবচেয়ে বেশী নষ্ট হচ্ছে বেকার, তরুণ আর যুব সমাজ। বাড়ছে চুরি, ডাকাতি সহ নানা অপরাধ প্রবণতা। উপজেলার ১৩টি ইউনিয়নে গোপন অনুসন্ধান চালিয়ে জানা গেছে বেশ কয়েকজন বড় বড় মাদক ব্যবসায়ীর নাম। নাসিরনগর উপজেলার সবচেয়ে বড় মাদকের হাট হচ্ছে ধরমন্ডলে। আর সেখানকার বড় বড় মাদক ব্যবসায়ীদের নাম কারো অজানা নয়। তাছাড়াও ধরমন্ডলে রয়েছে পেশাদার মহিলা চেইন চোর চক্রের একটি সক্রিয় সিন্ডকেট। যাদের অবাদ বিচরণ সারাদেশেই বলা চলে।

কুন্ডা ইউনিয়নে কুখ্যাত মাদক ব্যবসায়ীদের মাঝে রয়েছে কাহেতুরা গ্রামের মাদক সম্রাজ্ঞী নামে খ্যাত হেনা বেগম, তার মেয়ে হৃতু বেগম, বেরুইন গ্রামের হুমায়ুন, জয়ধর কান্দি গ্রামের সাহাদুদ আমিনের ছেলে ওয়াদুদ আমি সে কুন্ডা থেকে ইয়াবা নিয়ে মহিষবেড় গ্রামে বিক্রি করে। অন্যদিকে মহিষবেড় গ্রামের ফিরোজ আলীর ছেলে হিরাগাজী, মহিষবেড় মনপুর গ্রামের সায়েব মিয়ার ছেলে আওয়াল ইসলামা, জাহাদ মিয়ার ছেলে মন মিয়া সহ আরো অনেকেই।

গোয়ালনগর ইউনিয়নের কুখ্যাত মাদক ব্যবসায়ীদের মাঝে রয়েছে কদমতলী গ্রামের, আনু মিয়ার ছেলে মোঃ বাচ্চু মিয়া সেখান্দর আলীর ছেলে মোঃ মস্তু মিয়া, নান্নু মিয়ার ছেলে মোঃ সাহিদ মিয়া, মস্তু মিয়ার ছেলে মোঃ মোজাম্মেল হক মুজিবুর রহমানের ছেলে মোঃ রুবেল মোঃ আমির হোসেনের ছেলে সালাম মিয়া আনু মিয়ার ছেলে মোঃ ইছাক মিয়া কিনু মিয়ার ছেলে মোঃ কামরুল মৃত হাসান আলীর ছেলে এরশাদ মিয়া আনু মিয়ার ছেলে কাজল মিয়া মৃত আনোয়ার হোসেনের ছেলে মোঃ অহিদ মিয়া সহ আরো অনেকেই।

অন্যান্য গুলোর বিষয়ে আরো অনুসন্ধান চলছে। চলবে….

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নাসিরনগর * মাদক
সর্বশেষ সংবাদ