এবারের বইমেলায় ফ্রান্স প্রবাসী কবি এম আব্দুল কাইয়ুমের ৩ টি বই

 

বার্তা বিভাগঃ

বাংলা একাডেমি আয়োজিত এবারের অমর একুশে বইমেলায় ফ্রান্স প্রবাসী কবি ও মানবাধিকার কর্মী এম, আব্দুল কাইয়ুমের ৩ টি বই প্রকাশিত হয়েছে। মেলার প্রতিভা প্রকাশ-এর ২০৯, ২১০ ও ২১১ নাম্বার স্টলে বইগুলো পাওয়া যাবে।

এছাড়াও অনলাইনে অর্ডার দিয়ে রকমারি থেকে ঘরে বসেই বই সংগ্রহ করা যাবে। এবিসি বাংলা ফ্যাশন, বাংলা নিউজ টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে সম্পৃক্ত কাইয়ুম মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃতি সন্তান। দেশে উচ্চ শিক্ষা সম্পন্ন করে বিভিন্ন নামকরা বায়িং হাউজ ও শিল্প প্রতিষ্ঠানে সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করেন। পাশাপাশি ২০১৩ সাল থেকে মানবাধিকার কর্মী হিসেবে মাঠ পর্যায়ে কাজ শুরু করেন।

ভদ্র, নম্র, শান্ত প্রকৃতির মিষ্টভাষী কাইয়ুম ফ্রান্স গমনের আগে সারা দেশ ঘুরে জয়িতা ক্যাম্পেইন, জলবায়ু বিষয়ক সচেতনতা বাড়ানো ও মানবাধিকার বিষয় প্রচারাভিযান, সেমিনারসহ সারা দেশের বিভিন্ন শহর ও মাধ্যমিক বিদ্যালয়কে কেন্দ্র করে ইভ টিজিং, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধে ব্যাপক কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন মহলের ভূয়সী প্রশংসা অর্জন করেন।

এলাকার সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নিজ গ্রাম আলীনগর ইউনিয়নের জাঙ্গালীয়ায় প্রতিষ্ঠা করেছেন সবজান বিবি জেকে ফাউন্ডেশন ও সবজান বিবি জেকে মেমোরিয়াল একাডেমি। কবিতা, গল্প, কলাম লেখা, গীতিকবিতা, ছড়া, হামদ ও নাত রচনা করা, পরিবেশ আলোকচিত্র এবং সমসাময়িক ঘটনার আলোকে সোস্যাল মিডিয়াকর্মসহ সাহিত্য ও সাংবাদিকতায় তার অবাধ বিচরণ ঈর্ষনীয়।

‘আলোর সন্ধানে’ সাহিত্য ম্যাগাজিনের নিয়মিত লেখক এম,আব্দুল কাইয়ুম মাসিক কণ্ঠস্বর, বাংলা নিউজ টিভিতে সাংবাদিকতা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন । জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন সেমিনারের আয়োজন এবং  ও দেশের বিভিন্ন  মাধ্যমিক বিদ্যালয়ে ‘জয়িতা ক্যাম্পেইন’ পরিচালনা করেন।

তরুন ও যুব সমাজের অংশগ্রহনে মানবাধিকার বিষয়ক বিভিন্ন সভা-সেমিনার ও প্রশিক্ষণ এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস উদযাপন এবং স্ব-স্ব কার্যক্রম পরিচালনা করেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও প্রশিক্ষণে ইন্ডিয়া, নেপাল, চীন, মায়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আরব আমিরাত, কাতার, রুমানিয়া, আর্মেনিয়া, জার্মানি, ইতালি, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্সসহ পৃথিবীর বহু দেশ ঘুরে বেড়িয়েছেন। তিনি কাজী নজরুল ইসলামের সাহিত্যে গানে ও ছোট গল্পে কবিতায় নারী জীবনের রূপায়ণ বিষয়ে গবেষণা পত্র তৈরি করেছেন যা ইতিমধ্যে আলোচনা তৈরি করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ