শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

কাউখালীতে সংরক্ষিত এমপি পদে মনোনয়ন প্রত্যাশী কাজী রুহিয়া বেগম হাসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের সভাকক্ষে শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দ্বাদশ জাতীয় সংসদের পিরোজপুর -১ আসনের (সংরক্ষিত নারী আসন ১৯) এ সরকারদলীয় সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেত্রী পিরোজপুরের রাজনীতি, সামাজিক, শিক্ষা অনুরাগী  ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিতি মুখ নারী নেত্রী কাজী রুহিয়া বেগম হাসি।
কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক দৈনিক সমকালের আঞ্চলিক প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, কাউখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ নেতা পলাশ শিকদার, কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সাংবাদিক হাফেজ মাসুম বিল্লাহ, মোঃ আনোয়ার হোসেন, সাইফুল্লাহ মনির প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি কাজী রুহিয়া বেগম হাসি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অবহেলিত পিরোজপুর সহ উপকূলীয় এলাকার মানুষের উন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত করব। আমি জনগণের সেবক হিসেবে থাকতে চাই। তিনি আরো বলেন, ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হওয়ার পর থেকে আজ অবধি সক্রিয়ভাবে দলীয় হাইকমান্ডে অংশগ্রহণ করে আসছি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মনোনয়ন প্রত্যাশী কাজী রুহিয়া বেগম * সংরক্ষিত এমপি পদ
সাম্প্রতিক সংবাদ