বিজয়নগরে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সংবর্ধনায় ব্যাপক প্রস্তুতি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর নতুন মন্ত্রিসভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নিযুক্ত হলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর ৩ আসনের সংসদ সদস্য মন্ত্রী হওয়ার পর এই প্রথম বিজয়নগর উপজেলায় আগমন। এ উপলক্ষে উপজেলার প্রধান সড়ক জুড়ে বর্ণিল সাজে সাজানো হয়েছে।
মন্ত্রী মহোদয় কে বরণ করতেই বিভিন্ন নেতা কর্মী ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা পথে পথে ব্যানার ফেস্টুন আর তোরণ স্থাপন করেছে। শুভেছা, অভিনন্দন আর স্বাগত জানিয়ে রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে সড়কের চারপাশ। উপজেলা জুড়ে আনন্দ আর উল্লাস বিরাজ করছে।
আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় নিজ নির্বাচনী এলাকা বিজয়নগর উপজেলা পরিষদ চত্বরে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীকে উপজেলা আওয়ামিলীগ এর আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ সংসদীয় আসনে ২০১১ সালে উপ-নিবার্চনের মধ্য দিয়ে প্রথম সংসদ সদস্য হন তিনি। পর পর এ আসনে ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য। চলতি বছর অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি আবারও দলীয় মনোনয়ন পেয়ে টানা চতুর্থ বারের মতো সংসদ সদস্য হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়ায় এ আসনে জনসাধারণের মাঝে আনন্দের মাত্রায় ভিন্নতা বিরাজ করছে।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে বরণ করতে উপজেলার প্রবেশদ্বার রাস্তাগুলোর উপর দলীয় নেতাকর্মীরা তোরণ, ব্যানার, ফেস্টুন লাগিয়ে অভ্যর্থনা জানান দিচ্ছে। এছাড়া পথে পথে হাট বাজারে রঙে-বেরঙে শুভেচ্ছা ফেস্টুন সাঁটানো হয়েছে। বর্ণিল সাজ সজ্জায় সেজেছে উপজেলা চত্বর।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা বলেন, “ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়ায় আমরা খুবই আনন্দিত। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীত্ব পাওয়ায় এ অঞ্চলের মানুষের জন্য অনেক বড় অর্জন। তাই উৎসাহ-উদ্দীপনা নিয়ে শুধু আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠন নয়, মন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন প্রতিষ্ঠান এবং লোকজন পথে পথে তোরণ নির্মাণ করেছে। তাকে সংবর্ধনা জানাতে এ উপজেলার সব শ্রেণির মানুষ অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন”।
বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া বলেন, “বিজয়নগর উপজেলায় মন্ত্রী মহোদয়ের আগমন উপলক্ষ্যে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। এতে দেশের জনপ্রিয় খ্যাতিমান কন্ঠ শিল্পীরা সংগীত পরিবেশন করবেন”।