শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

পিরোজপুরের স্বরূপকাঠীতে বতর্মান ইউপি চেয়ারম্যানের মারধরে সাবেক চেয়ারম্যান নিহত

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদারের মারধরে সাবেক চেয়ারম্যান শেখর সিকদার নিহত হয়েছেন। এ সময় চেয়ারম্যান মিঠুন হালদারের সঙ্গে কয়েকজন কর্মী ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুড়িয়ানা বাজারে ওই ঘটনা ঘটেছে।
সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহবুবা এসব তথ্য জানান।
এ ঘটনায় স্বাধীন হালদার নামের একজনকে কুড়িয়ানা বাজার থেকে আটক করেছে।
ওই বাজারের ব্যবসায়ী সজল সিকদার বলেন, “ঘটনার ১০ মিনিট আগে সাবেক চেয়ারম্যান শেখর সিকদারের দোকানে গিয়ে পাশেই কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়ানুষ্ঠান দেখতে যাওয়ার জন্য বলেন মিঠুন হালদার। শেখর সিকদারের কাছে ৫ লাখ টাকা দাবি করেন মিঠুন। তখন শেখর সিকদার বলেন, ‘কীসের টাকা’, তখন গালিগালাজ শুরু করেন মিঠুন হালদার। শেখর সিকদার বলেন, ‘টাকা লাগে দিবহানে এখন স্পোর্টস দেখতে চল।’ একথা বলার সঙ্গে সঙ্গে মিঠুন বলেন, ‘শালারে শোয়ায়ে ফেল’, তখন সঙ্গে থাকা পঙ্কজ ও শঙ্কর চলা দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। আমি থামাতে গেলে আমাকেও বেদম পিটিয়ে আহত করেছে। এরপর শেখর সিকদার মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ নিয়ে আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদারের বক্তব্য নিতে বারবার ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়্যারম্যান নিহত * শেখর নসকদার নিহত
সাম্প্রতিক সংবাদ