সিংগাইরে চুরির ঘটনায় থানায় অভিযোগ
সিংগাইরে মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইরে বিল্ডিং নির্মাণ কাজের ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি যাওয়ার ঘটনা ঘটেছে । এতে শনিবার (২৭ জানুয়ারি) ভুক্তভোগী জনৈক মো.আওলাদ হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার ঘোনাপাড়া মহল্লার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডের ফায়ার সার্ভিস স্টেশনের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
জানা যায়,ভুক্তভোগী আওলাদ হোসেন উপজেলার বলধারা ইউনিয়নের পারিল নওয়াধা গ্রামের মেঘু মিয়ার ছেলে। উপজেলার পৌরএলাকার ঘোনাপাড়া মহল্লার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন তার নিজস্ব জমিতে বাউন্ডারি দেয়ালের নির্মাণ কাজ চলছিল। অন্যান্য দিনের মতো শ্রমিকেরা কাজ শেষে নির্মাণ সামগ্রী রেখে চলে যায়। শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাত চোরেরা নির্মাণ কাজের ২ টন রড,২০ বস্তা সিমেন্ট,২৩টি সিমেন্টের খুটি ,৪টি ব্যাজমেন্টের ঢালাইকৃত ৮’ শ কেজি রডসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি যায়। পরদিন সকালে শ্রমিকেরা কাজে এসে মালামাল না পেয়ে মালিককে জানায়। পরে মালিক আওলাদ হোসেন ঘটনাস্থলেই এসে সত্যতা পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জড়িত কেউ গ্রেপ্তার বা চুরি যাওয়া মালামাল উদ্ধার সম্ভব হয়নি ।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো.জিয়ারুল ইসলাম বলেন,ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।