লাবু চৌধুরী এমপির সংবর্ধনা উপলক্ষে সালথায় প্রস্তুতি সভা
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর-২, আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী সংবর্ধনা দেওয়া হবে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় সালথা উপজেলা পরিষদ চত্তরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আগামী ২৭ জানুয়ারি শনিবার বিকালে সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নবনির্বাচিত সংসদ সদস্যকে বিশাল গন সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়ার সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, বল্লভদি ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন আওয়ামী লীগ নেতা আলিম মোল্যা, কাজী আশরাফ আলি মুনান, আবু সালেহ মোঃ খসবু, আবু জাফর মোল্যা, আলমগীর মিয়াসহ দুই শতাধিক তৃনমুলের নেতাকর্মী।