শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

নীলফামারীতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নীলফামারী প্রতিনিধি:
দেশজুড়ে চলছে শৈত্যপ্রবাহ। তীব্র শীতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে হতদরিদ্র মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। এ অবস্থায় হতদরিদ্র (সংগ্রামী) সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি নিয়েছে গ্রামীন ব্যাংকের নীলফামারী জোনাল অফিস। বৃহস্পতিবার দুপুরে গ্রামীণ ব্যাংক নীলফামারী এরিয়া চাঁদের হাট ও গোড়গ্রাম শাখার আয়োজনে হতদরিদ্র (সংগ্রামী) সদস্যদের মাঝে পাঁচ হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এসময় নীলফামারী এরিয়া ম্যানেজার আলী জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল  ম্যানেজার শম্ভুচরন প্রামাণিক। আরও উপস্থিত ছিলেন, নীলফামারী জোনাল অডিট অফিসার নাজমুল হক , চাঁদের হাট শাখা ব্যবস্থাপক রাধা নাথ রায় ও গোড়গ্রাম শাখা ব্যবস্থাপক রাশেদুল ইসলাম।গত ১৬ জানুয়ারী থেকে শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়। শীত নিবারণের জন্য গ্রামীণ ব্যাংকের নীলফামারী জোনের ৬১ টি শাখায় মোট পাঁচ হাজার শীতবস্ত্র বিতরণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * গ্রামীণ ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ * গ্রামীন ব্যাংক * নীলফামারীতে শীতবস্ত্র বিতরণ * শীতবস্ত্র বিতরণ
সাম্প্রতিক সংবাদ