গৌরনদীতে পাগলী হলেন মা, বাবা হলো না কেউ

বরিশাল প্রতিনিধি:
ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তা থেকে  উদ্ধার  করে মানসিক  ভারসাম্য হীন  সন্তান  সম্ভাবা নারীকে  হাসপাতালে ভর্তি করানোর  একদিন  পরই মা হলেন। একটি  কন্যা সন্তানের জন্ম  দিল পাগলিটা। কিন্তুু বাবার পরিচয়  দিল না কেউ। বর্তমানে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে  সদ্য জাত সন্তান  ও মা উভয়ই সুস্থ  আছে।
হাসপাতালের  চিকিৎসক  ডাঃ টিপু সুলতান  জানান , ফায়ার সার্ভিসের  কর্মীরা  মানসিক ভারসাম্য হীন  এই নারীকে  হাসপাতালে এনে  ভর্তি করান।
জানা যায়,  মানসিক ভারসাম্য হীন  ঐ নারী বাজারের বিভিন্ন স্হানে ঘুরে  বেড়াতো।
১৭/১/২০২৪ ই বুধবার  দুপুরে উপজেলার  বাটাজোর বাজারের  শৌলকর রাস্তায় ঐ নারীর প্রসব বেদনা শুরু  হলে তার কান্নার  চিৎকারে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে  হাসপাতালে ভর্তি করান। গৌরনদী  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ  আবু আবদুল্লাহ  খান জানান,  বিষয়টি  জানার পর শিশুটির ভবিষ্যত কথা ভেবে  সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে  শিশুটিকে বেবি হোমে পাঠানো  হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * গৌরনদী