শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

উজিরপুরে রাশেদ খান মেননকে সংবর্ধনা

বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল -২ ( উজিরপুর – বানারীপাড়া)  আসনের নব নির্বাচিত সংসদ সদস্য  রাশেদ খান মেননকে বিভিন্ন  প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে  ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
উল্লেখ বাংলাদেশ  ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ খান মেনন মহাজোটের প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়া (বরিশাল ২)  আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্ষীয়ান এই রাজনীতিবিদ এ পর্যন্ত মোট  ৬ (ছয়)  বার সংসদ সদস্য নির্বাচিত হন।
সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহনের পরে ১৪ ই জানুয়ারি  রবিবার  দুপুরে উজিরপুর উপজেলা পরিষদের  সামনে  তাকে ফুল দিয়া বরন করেন উপজেলা  পরিষদের  চেয়ারম্যান আলহাজ্ব আবদুল  মজিদ  সিকদার বাচ্চু।
এরপর উপজেলা  আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল  হোসেনের নেতৃত্বে এবং উজিরপুর  পৌরসভার  পক্ষ থেকে আওয়ামী লীগের  সাধারণ  সম্পাদক  ও পৌরসভার মেয়র গিয়াসউদ্দিন ব্যাপারী নব নির্বাচিত সাংসদ  কে ফুল  দিয়া বরন করে  নেন। পরে উজিরপুর  মডেল  থানার পক্ষে  অফিসার ইনচার্জ  মোঃ জাফর  আহমেদ  সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন।
উজিরপুর সাংবাদিক ইউনিয়নের  পক্ষ থেকেও  নব- নির্বাচিত সংসদ সদস্যকে ফুল  দিয়া বরন  করে নেন প্রেসক্লাবের সাবেক  সভাপতি আঃ রহিম। এসময় তার সাথে  ছিলেন সংগঠনের সহ- সভাপতি চঞ্চল  সরদার, যুগ্ম সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না। নির্বাহী সদস্য কল্যান চন্দ্র, কোষাধ্যক্ষ মোঃ জাহিদ হাসান, দপ্তর সম্পাদক জুনায়েদ খান সিয়াম,  প্রচার সম্পাদক  বিপ্লব  হাজারী আরও  অনেকে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * উজিরপুর * সংবর্ধনা
সাম্প্রতিক সংবাদ