শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

ঘোড়াঘাটে পিকআপের ধাক্কায় যুবক নিহত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপ ভ্যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) রাত ৮ টায় পৌরশহরের আজাদমোড় মহাসড়কের পাশে ইসলামপুর ট্রাক শ্রমিক ও ট্রাকটর শ্রমিক ইউনিয়ন-২৪৫ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক মেহেদী হাসান (৩০) পৌরশহরের লালবাগ এলাকার শহিদুল ইসলাম ছেলে। তিনি ঘোড়াঘাট বাসস্ট্যান্ডের উত্তর পাশে নূরজাহানপুরে একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান রাস্তা পার হয়ে শ্রমিক অফিসের দিকে যাচ্ছিলেন। এ সময় কিছু বুঝে উঠার আগেই পিক-আপটি তাকে সজোড়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে আহতবস্থায় ওই যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে আজ সোমবার ভোর ৪টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ছিল। ঘাতক পিক-আপ ভ্যানটি দুর্ঘটনা ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় এখন সনাক্ত করা সম্ভব হয়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * পিকআপ * যুবক নিহত
সাম্প্রতিক সংবাদ