বরিশালে ধর্ষণের দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি:
বরিশালে পৃথক দুই  ধর্ষণ  মামলায় দুই জন আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
৯/১/২০২৩ ইং উজিরপুর  ও বরিশাল  সদরের আলাদা দুটি ধর্ষণ  মামলায় বরিশাল  নারী ও  শিশু  নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ ইয়ারব হোসেন এরায় ঘোষনা করেন।  রায় ঘোষণার সময়  আসামিরা আদালতে  অনুপস্থিত ছিলেন।
দন্ড প্রাপ্ত আসামীরা হলেন, ভোলা  জেলার  ভেলুমিয়ার চরের মোঃ সোহাগ। তিনি বরিশালে বাসা ভাড়া করে  থাকতেন।।এবং  অন্য জন উজিরপুর উপজেলার গুঠিয়ার খলিল হাওলাদার।
মামলার রেফারেন্স  দিয়া বেঞ্চ  সহকারী  মোঃ হুমায়ুন  বলেন, ২০০৫ সালের ১ লা এপ্রিল উজিরপুরের  নিজ বাড়িতে নিয়া এক শিশুকে ধর্ষণ করে  খলিল। । এ ঘটনায় শিশুটির বাবা বাদী হইয়া থানায়  মামলা করে।
এবং  তৎকালীন  উজিরপুর মডেল থানার এসআই মামুন মামলা  তদন্ত  করে  খলিলকে আসামি করে  আদালতে  অভিযোগ  দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য  গ্রহন শেষে আদালত  আসামি  খলিল কে যাবজ্জীবন  কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা  করেন।
অন্যদিকে ২০২৪ সালে ২৪  এপ্রিল বরিশাল  নগরীর ভারা বাসায় এক কিশোরী কে ডেকে এনে ধর্ষণ  করেন সোহাগ। ধর্ষনে কিশোরীটি অসুস্থ  হয়ে পড়লে খবর পেয়ে কিশোরীর চাচা তাকে বরিশাল  শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  করেন।
এবং  কিশোরীর বাবা বাদী  হইয়া বরিশাল  কোতোয়ালি মডেল  থানায় মামলা করেন। পরে  মামলার তদন্ত  কর্মকর্তা  এসআই  আবু তাহের আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত  সাক্ষীদের সাক্ষ্য  গ্রহন শেষে আসামি  সোহাগকে যাবজ্জীবন  কারাদণ্ড  ও  অনাদায়ে  (৫০ হাজার)  টাকা জরিমানা করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ধর্ষণ * যাবজ্জীবন কারাদণ্ড
সর্বশেষ সংবাদ