শপথ নিচ্ছেন না জাপার এমপিরা, বৈঠকের পর সিদ্ধান্ত
আগামীকাল বুধবার দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন না। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু আজ মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
জাপার নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, ‘কাল আমরা শপথ নিচ্ছি না। পরশু সকাল ১১টায় আমরা বৈঠকে বসব। বৈঠকের পর জানানো হবে কী করব।’
মুজিবুল হক চুন্নু জানান, ‘পরশু (বৃহস্পতিবার) সকাল ১১টায় জাতীয় সংসদে একাদশ জাতীয় সংসদের উপনেতা জি এম কাদেরের অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আলাপ-আলোচনা করে ঠিক করা হবে শপথের বিষয়টি।’