শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

ভূরুঙ্গামারীতে শান্তি পূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে, ভোটার উপস্থিত কম

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম-১ ( ভূরুঙ্গামারী -নাগেশ্বরী) আসনে ভূরুঙ্গামারী উপজেলায় শান্তি পূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিত  কম। কয়েকটি  কেন্দ্রে ভোটের আমেজ বিরাজ করলেও অধিকাংশ কেন্দ্র ছিল ফাঁকা। কেন্দ্রে ভোটারদের লম্বা কোন সারি লক্ষ্য করা যায়নি।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু  হয়েছে। বিরতিহীন ভাবে তা বিকেল ৪ টা পর্যন্ত চলবে। উপজেলার ৯২টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে  ভোট গ্রহন চলছে। আজ দুপুর  ২ টায় এ রিপোর্ট  লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ১০ টায় পাইকেরছড়া দলবাড়ি সরকারি প্রাথমিক বিদ‍্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় মোট ভোটার ২ হাজার ৯৮১ জন।  এর মধ্যে ভোট পড়েছে ৮৬ টি।
সকাল সোয়া দশটায় পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ‍্যালয়ের ৩ নং বুথে গিয়ে দেখা যায় ভোট পড়েছে ৫টি। সকাল এগারটায় সোনাহাট ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোট পড়েছে ১০৭টি। এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ১৩৮ জন। দুপুর ১২ টায় বলদিয়া দ্বিমুখী উচ্চ বিদ‍্যালয়ে গিয়ে দেখাযায় ভোট পড়েছে ৪৫৭ টি। সেখানে মোট ভোটার ২ হাজার ৬৯৩জন। মংলার কুটি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে দুপুর  ১ টা পর্যন্ত ভোট পড়েছে ১৯৮ টি। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ১০০টি। বেলা ২টায় ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়  ৫ নং বুথে ভোট পড়েছে ৫৫ টি।
সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়, কুড়িগ্রাম -১ আসনের ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ‍্যা ১ লাখ ৯৮ হাজার ৭৩৪  জন। ৯২ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এই আসনে জাপা মনোনীত প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান মোস্তাক (লাঙ্গল), জাকের পার্টির আব্দুল হাই(গোলাপ ফুল), বাংলাদেশ তরিকত ফেডারেশনের কাজী লতিফুল কবীর রাসেল (ফুলের মালা) ন‍্যাশনাল পিপলস পাটির্র নুর মোহাম্মদ ( আম) ও বাংলাদেশ কংগ্রেসের মনিরুজ্জামান খানা ভাসানী (এক তারা) প্রতীক নিয়ে ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবিষয়ে জাকের পার্টির প্রার্থী (গোলাপফুল) আব্দুল হাই জানান, ১৯৭২ সালের পর নির্বাচনের এমন শান্তিপূর্ণ পরিবেশ আমি আর দেখিনি। সার্বিক পরিস্থিতি ভালো আছে। ভোট প্রদানে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে।
এসময় সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রার্থী ( লাঙ্গল প্রতীক) মোস্তাফিজুর রহমান  বলেন, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। এভাবে ভোট গ্রহণ হলে আমার লাঙ্গল প্রতীক বিজয়ী হবে ইনশাআল্লাহ। ভোটের সার্বিক পরিবেশ ভালো।
সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস জানান, শান্তিপূর্ণ পরিবেশে সকাল থেকে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ভূরুঙ্গামারী * ভোটার উপস্থিত কম
সাম্প্রতিক সংবাদ