অনিয়মের কারণে দুই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধের ঘোষণা
বাংলাদেশে রোববার সকাল ৮টা থেকে শুরু হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ, চলবে বিকাল ৪টা পর্যন্ত। আওয়ামী লীগসহ ২৭টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। অন্যদিকে নির্বাচন বর্জনের আহবান জানিয়ে হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো।
অনিয়মের কারণে দুই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। একটি হল কিশোরগঞ্জ ৬ আসনের ৩৯ নম্বর কেন্দ্র, আর আরেকটি হয় নরসিংদী ৪ আসনের ১৩৪ নম্বর কেন্দ্র।
নির্বাচন কমিশন জানায় এই দুটি কেন্দ্রে সকাল থেকেই অনিয়ম আর কারচুপির অভিযোগ আসছিল। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায়
সকাল ৯টা ৫০ মিনিটে নরসিংদী ৪ এর ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিশোরগঞ্জ-৬ এর বধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট গ্রহণ সাময়িক স্থগিত করে।
তথ্যসূত্র: বিবিসি