কালিয়াকৈরে ভোট গ্রহণের একদিন আগে ভোটকেন্দ্রে আগুন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে ভোট গ্রহণের একদিন আগে ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কেন্দ্রের একটি কক্ষের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার ভোর রাতে কালিয়াকৈর উপজেলাধীন মৌচাক ইউনিয়নের বাশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে ওই কক্ষের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে । ওই বিদ্যালয়টি গাজীপুর ১ আসনের মৌচাক ইউনিয়নের বাশতলী ৩ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা এসে ওই বিদ্যালয়ের প্রধান গেইটের ও অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে দরজা লাগিয়ে পালিয়ে যায়।
পরে ভোরে স্থানীয়রা কক্ষের ভেতর ধোয়া উড়তে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন।