শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

বরিশাল-১ আসন আওয়ামী লীগ প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহর সমর্থনে শেষ উঠান বৈঠক অনুষ্ঠিত 

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
আওয়ামী লীগ মনোনীত প্রাথী জাতির পিতার ভাগনে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র নৌকা মার্কার সমর্থনে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচার-প্রচারনার শেষ সময়ে বিভিন্ন স্থানে সর্বশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে গৈলা ইউনিয়নের ২নং ওয়ার্ড পশ্চিম সুজনকাঠী ও কাঠিরা গ্রামের ভোটারদের নিয়ে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমনী কান্ত সরকার এর সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত উঠান বৈঠকে এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, আওয়ামী লীগ নেতা ও গৈলা ইউপি সাবেক চেয়ারম্যান গিয়াস খান, জেলা পরিষদ সাবেক সদস্য এ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার, সাবেক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার, যুগ্ম সম্পাদক ফয়জুল সেরনিয়াবাত ও গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আবুল হাসানাত আবদুল্লাহ
সাম্প্রতিক সংবাদ