শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

কুমিল্লা -৩ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুনের গণসংযোগ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা -৩ মুরাদনগর আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করে চলেছেন। আজ সোমবার সকালে রামচন্দ্রপুর দক্ষিণের পাঁচকিত্তা হাইস্কুলে পথসভা ও সন্ধ্যায় টনকি ইউনিয়নে  মাজুর মাদ্রাসা প্রাঙ্গনে উঠান বৈঠকে অংশ নেন।নেতাকর্মীদের নিয়ে তিনি সাধারণ ভোটারদের কাছে অনুরোধ করে বলেন, “আপনারা হিসেব করে ভোটটা দেবেন। আমার চেয়ে কাউকে ভালো পান, তাকে ভোটটা দেবেন,একজন ভালো শিক্ষিত মানুষকে ভোট দিলে আপনাদের ভোট নষ্ট হবে না,  অপচয হবে না অন্যায হবে না। কাকে ভোট দেবেন এটা আপনাদের বিচার্য বিষয়।” বিগত ১০ বছরে এলকার ২৫০টির শিক্ষা প্রতিষ্ঠান,৩০ কোটি ব্যয়ে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, বড় বড় রাস্তা, বিদ্যুতের ৩ টি কেন্দ্র সহ  অনেক উন্নয়ন হযেছে বলে তিনি দাবি করেন।

বক্তারা এলাকার উন্নয়ন ও শান্তির জন্য নৌকার প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন,  এফসিএ কে ভোট দিয়ে জয়যুক্ত  করবেন বলে আশ্বাস প্রদান করেন।

পাঁচকিত্তার পথসভায়কুমিল্লা উত্তর জেলার আওয়ামী লীগের সহসভাপতি  বীর মুক্তিযোদ্ধা হানিফ সরকার, রামচন্দপুর উত্তর ইউনিয়নের আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আবুল হাসেম হাসু, অ্যাড. মহসিন সরকার, রামচন্দ্রপুর দঃ  ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান, সাবেক সভাপতি আবুল কাশেম প্রমুখ। সন্ধ্যায় টনকি ইউনিয়নের মাজুর উঠান বৈঠকে হাজি আমির হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ,  কুমিল্লা উত্তর জেলার কৃষক লীগের আহবায়ক পার্থ সারথী দত্ত, টনকির সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন, আনিসুর রহমান ডালিম, হাজি৷ আবদুর রহিম চৌধুরী, রাশেদুল হক, নজরুল ইসলাম দুলাল মেম্বার,  জুবেদ আলি মেম্বার,  জসিমউদদীন মুন্সি,,শ্রীধাম দাস, কামাল উদ্দিন, শফিকুল ইসলাম ও মাসুদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আওয়ামী লীগের নৌকার প্রার্থী আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন
সাম্প্রতিক সংবাদ