শ্রীপুরে উৎসব মুখর পরিবেশে বই উৎসব পালিত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুর শ্রীপুরে উৎসব মুখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে। সোমবার (১লা জানুয়ারি) সকালে পৌরসভার কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই বই উৎসব পালিত হয়। কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এরশাদুল হক সরকারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক খলিলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিরা খাতুন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম সহাব উদ্দিন(মাষ্টার), মুক্তিযোদ্ধা কলেজের সহকারী অধ্যাপক এমদাদুল হক, কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিটিআই কমিটির সহ- সভাপতি কল্পনা আক্তার, সদস্য ইসলাম উদ্দিন, মাহমুদা, সহকারী শিক্ষক হামিদুল ইসলাম, নাজমুল ইসলাম, সেলিমা রেজা, আইরিন সুলতানা, শিক্ষার্থী, অবিভাবক, প্রমুখ।
কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান তার বক্তব্য বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রবনতা দূর করতে অভিভাবক সহ শিক্ষকদের খোজ খবর নেওয়ার জন্য আহবান জানান। পাশাপাশি মোবাইল ও মাদকাসক্তের হাত থেকে বিরত থেকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব তুলে ধরেন।