হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে যুবলীগের শ্রদ্ধা

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে সুপ্রিম কোর্ট সংলগ্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে প্রেসিডিয়াম সদস্য মো. মোয়াজ্জেম হোসেন, হাবিবুর রহমান পবন, মৃণালকান্তি জোদ্দার, তাজউদ্দীন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, আইটি বিষয়ক উপ-সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, উপ-ধর্ম সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্য প্রমুখ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা জানা
এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের কার্যনির্বাহী নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড-ইউনিটের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আওয়ামী যুবলীগ * শহীদ সোহরাওয়ার্দীর সমাধি
সর্বশেষ সংবাদ