গাজীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থি সাখাওয়াত হোসেন খান’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা
গাজীপুর-৩ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থি আলহাজ্ব এ,কে,এম সাখাওয়াত হোসেন খানের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। আজ যাচাই বাছাই শেষে গাজীপুরের শ্রীপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, আলহাজ্ব এ.কে.এম সাখাওয়াত হোসেন খান গাজীপুর-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
আলহাজ্ব এ,কে,এম সাখাওয়াত হোসেন খান ছাড়াও এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন বর্তমান এমপি ইকবাল হোসেন সবুজ, সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল বিএ।
কিন্তু দলটির মনোনয়ন বোর্ড গাজীপুর-৩ আসনে অধ্যাপিকা রুমানা আলী টুসিকে নৌকার চুড়ান্ত প্রার্থি বলে ঘোষণা দিলে বর্তমান এমপি ইকবাল হোসেন সবুজ ও আলহাজ্ব এ,কে,এম সাখাওয়াত হোসেন খান স্বতন্ত্র প্রার্থি হিসেবে মনোনয়নপত্র জমা দেন। আজ যাচাই বাছাই শেষে ইসি তিনিসহ অন্যান্য প্রার্থিদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেয়।