পিরোজপুরে সুপারি পারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্কুল শিক্ষার্থীসহ আহত পাঁচ : থানায় মামলা
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দেবরকাঠী গ্রামে শুক্রবার সকালে তালুকদার বাড়ির দক্ষিনপাশে মোঃ রেজাউল করিম তার পিতা আবুল বাশারকে নিয়া সুপারিবাগানে সুপারি পারতে গেলে মোঃ জাহাঙ্গীর হোসেন মাঝি, মিজানুর রহমান মন্টু, ওমর মাঝি, ইব্রাহিম মাঝি, লাভলী বেগম, রানু বেগমসহ অন্যান্যরা সংঘবদ্ধ হইয়া বাধা দেয় এসময়ে ধারালো দা এবং জিআই পাইপ নিয়ে তারা হামলা করে কোপায় এতে ইলিয়াছ মাঝি,সাবিনা বেগম, মিতু, আফ্রিদি, রাহাত গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাদের পিরোজপুর সদর থানায় নিয়ে আসে।
থানা থেকে তাদের হাসপাতালে চিকিৎসা নিতে বলেন এবং চিকিৎসা সেবা নিয়ে শনিবার সদর থানায় মোঃ রেজাউল করিম বাদী হয়ে মামলা করেন মামলা নং ০১/২৬৫। এ দিকে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন বলেন, মামলা হয়েছে থানার একজন চৌকস এসআই কে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।