শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায় আসছেন আজমেরি হক বাঁধন

 

ছবি: সংগৃহীত

চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্য ভেদ করার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। সানী সানোয়ার পরিচালিত এ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আজমেরি হক বাঁধন।

এতে প্রথমবার পুলিশ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাঁধন। তিনি বলেন, ‘সিনেমার নাম পড়েই বোঝা যায় এটি একটি খুনের গল্প। তবে এর পরতে পরতে রয়েছে রহস্য। গল্প নিয়ে এর বেশি কিছু বলব না। ছবিটির জন্য নিজেকে প্রস্তুত করে এবার শুটিংয়ে নামছি, যাতে নিজের বেস্টটা দিতে পারি। তবে আগে শুটিং শেষ করি এর পর মুক্তির আগে বাকি সব অনুভূতি জানাব।’

ঢাকার আজিমপুরে ২০০৯ সালে ঘটে একটি খুনের ঘটনা। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা হওয়ার সুবাদে রহস্যময় এই খুনের ঘটনায় তদন্তভার পড়ে নির্মাতা সানী সানোয়ারের ওপর। ঘটনার সমাধানও করে ফেলেন তিনি। কর্মজীবনে বহু খুন তদন্তের মাধ্যমে উদঘাটন করলেও এই ঘটনাটি তাকে বিশেষভাবে নাড়া দেয়। ফলে সিনেমার জন্য তৈরি করেন চিত্রনাট্য।

সিনেমাটির নির্মাতা সানী সানোয়ার জানান, ‘এতে একজন নারী পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে বাঁধনকে। এশা নামে এ ছবিতে অভিনয় করবেন পূজা ক্রুজ নামে একজন তরুণ মুখ।’ সংবাদ সম্মেলনে সে সময় জানানো হয়, শিগগির সিনেমাটির শুটিং শুরু করবেন।

প্রযোজনা সূত্রে জানা গেছে, আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকার বাইরে শুরু হচ্ছে ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার শুটিং। পরিচালক সানী সানোয়ার বলেন, ‘অ্যাকশন থেকে বের হয়ে এবার খুন রহস্যে ঢুকে গেলাম। ২০০৯ সালে ঘটে যাওয়া এই কেসের তদন্তে আমি নিজে যুক্ত ছিলাম। সেটা নিয়ে সিনেমা বানানোর স্বপ্ন দেখেছিলাম ‘ঢাকা অ্যাটাক’ মুক্তির পরপরই। সেই ২০১৮ সাল থেকে লিখতে লিখতে ২০২৩ সালের শেষে এসে শুটিং শুরু করতে যাচ্ছি।’

কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই খুনের ঘটনার চিত্রনাট্য করা সিনেমাটির নাম ‘এশা মার্ডার: কর্মফল’ জানান নির্মাতা সানী সানোয়ার। এতে অভিনয় করবেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, রওনক রিপন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, নিবিড় আদনান নাহিদ, সৈয়দ এজাজ আহমেদ, মাজনুন মিজান, কাজী আনিসুল হক বরুন, সুষমা সরকার, দীপু ঈমামসহ অনেকেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * 'এশা মার্ডার: কর্মফল' * আজমেরি হক বাঁধন * সানী সানোয়ার
সাম্প্রতিক সংবাদ