শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

ঝালকা‌ঠি‌তে আন্তর্জাতিক নারী দিবস পা‌লিত

ঝালকা‌ঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার নলছিটিতে “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারীর উপরে সহিংসতার আশংঙ্কা: প্রতিরোধ গড়ুন প্রতিবাদ করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন করা হয়েছে।
২ ডিসেম্বর বেলা ১১টায় নলছিটি বিজয় উল্লাস চত্বরে তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম ও চিলড্রেন এন্ড ইয়ুথ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো), নারীপক্ষের অধিকার এখানে, এখনই (RHRN-2) প্রকল্প এর উদ্যো‌গে এ আ‌য়োজন করা হয় ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান, বিশেষ অতিথি ছিলেন নলছিটি  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্শেদা লস্কর, নলছিটি  উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মহসিন হাওলাদার, নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক খলিলুর রহমান মৃধা। সাইডো পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল স্বাগত বক্তব্য প্রদান করেন।
অতিথি বৃন্দ  বলেন, আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। নারীরা শুধু নির্বাচন কালীণ নয় তারা অনেক ক্ষেত্রেই নির্যাতনের স্বীকার হয়। চাকরির প্রলোভন দেখিয়ে, বিদেশ নেওয়ার কথা বলে বিভিন্ন ভাবে নির্যাতনের স্বীকার হয়। এছাড়াও তারা অনেক সময় স্বামী কর্তৃকও নির্যাতনের স্বীকার হয় তবে তারা মুখ খুলে কিছু বলতে পারে না। নারীরা যাতে ভালো থাকতে পারে সেই চেষ্টা করেন। আমরা নারীদের সাথে নিয়ে  প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করে যাব।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আন্তর্জাতিক নারী দিবস * ঝালকাঠি
সাম্প্রতিক সংবাদ