হার্টের রিংয়ের দাম নিয়ে আবারো বৈঠক

সম্প্রতি হৃদপিণ্ডের রিং (স্টেন্ট) নিয়ে শুরু হওয়া অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে সভা শুরু করছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আজ রোববার সকাল সাড়ে ১০টায় দাম সমন্বয়ে জাতীয় কমিটি নিয়ে জরুরি বৈঠক শুরু হয়

বৈঠকে দাম নির্ধারণে জাতীয় কমিটির ১৩ সদস্যের সঙ্গে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে হার্টের রিং সরবরাহ প্রতিষ্ঠানগুলোকে ডাকা হয়নি বলে অভিযোগ রয়েছে।

গত ১২ ডিসেম্বর চলতি মাসের প্রথম সপ্তাহে ঔষধ প্রশাসন অধিদপ্তর হার্টের স্টেন্টের সর্বোচ্চ খুচরা দাম নির্ধারণ করে। গত ১৬ ডিসেম্বর থেকে নির্ধারিত দামে স্টেন্ট বিক্রির নির্দেশনা দেয়া হয়।

রিং বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, দাম অনেক কমানো হয়েছে, এতে লোকসানের আশঙ্কা রয়েছে। দাম নির্ধারণে বৈষম্যের অভিযোগ এনে সরবরাহকারী ব্যবসায়ীরা হাসপাতালে রিং সরবরাহ বন্ধ করে দেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ঔষধ প্রশাসন অধিদপ্তর * হার্টের রিং
সর্বশেষ সংবাদ