জেলা পুলিশ রংপুরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৩
মহানগর প্রতিনিধি:
৩০ ডিসেম্বর ২০২৩ খ্রি: রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে জেলা পুলিশ রংপুরের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রংপুর, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ তরিকুল ইসলাম’র সভাপতিত্বে রংপুর জেলা পুলিশে কর্মরত পুলিশ কর্মকর্তা/কর্মচারী (নন-পুলিশসহ) যাদের সন্তান ২০২২ ও ২০২৩ সালে এসএসসি/সমমান ও এইসএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহন করে জিপিএ-৫ প্রাপ্ত হয়েছে তাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, রংপুর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সভানেত্রী পুনাক, রংপুর জেলা, সোনিয়া আকতার সেখানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মোঃ নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোঃ রাসেল রানা, রংপুর সহ কৃতি শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।