বরিশাল-১ আসন নৌকার প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহ’র ধারাবহিক প্রচারনায় উঠান বৈঠক অনুষ্ঠিত
আগৈলঝাড়া প্রতিনিধি:
বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রাথী জাতির পিতা বঙ্গবন্ধুর ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র নৌকা মার্কার সমর্থনে আওয়ামী লীগের ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রত্নপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছয়গ্রাম বাজারে ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র ধাররাবাহিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, রত্নপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রেমান ভূইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, উপজেলা শ্রমিক লীগ সভাপতি এডভোকেট আবুল কাশেম, উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল সেরনিয়াবাত, রাসেল হাওলাদার প্রমুখ।