শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

লালমনিরহাটে নৌকা প্রতীকে আগুন

 লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় টাঙ্গানো নৌকা নামিয়ে আগুন দিয়েছে দৃবৃত্তরা। শনিবার ভোরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলিজা বেগম বলেন, জামায়াত বিএনপির দোষর যারা আমাদের বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়েছে তারাই স্বাধীনতা, গরীব, দু:খী ও মেহনতি মানুষের মার্কা নৌকায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবীও করেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনের সুদৃষ্টি কামান করছি। হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম, এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আগুন
সাম্প্রতিক সংবাদ