শার্শায় নৌকার প্রার্থী আফিল উদ্দিনের গণসংযোগ ও পথসভা
বেনাপোল প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করছেন যশোর-১ শার্শা আসনের সংসদ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ আফিল উদ্দিন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে থেকে বিকাল পর্যন্ত শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রাম, শিকারপুর গ্ৰাম, খামাড় পাড়া, শেখ পাড়া, শুড়ারঘোপ গ্ৰাম, বহিলাপোতা গ্ৰাম, এলাকায় তিনি এ গণসংযোগ ও পথসভা করেন।
গণসংযোগকালে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের সঙ্গে শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যশোর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা অলোক, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা, লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুর রহমান, সাধাণ সম্পাদক কামাল হোসেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।