শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

শান্তিনগর মোড়ে গন সংযোগ করলেন সোনালী আঁশ প্রতীকের এম.এ. ইউসুফ

স্টাফ রিপোর্টার :
ঢাকা ৮ আসনের শান্তিনগর মোড়ে গন  সংযোগ করলেন সোনালী আঁশ প্রতীকের এম.এ. ইউসুফ। বুধবার দুপুরে সমর্থকদের নিয়ে সাধারণ মানুষের কাছে যান তিনি। এ সময় তিনি ঢাকা -৮ আসনে জয়লাভ করতে পারলে কি কি করবেন তার প্রতিশ্রুতি দেন।
এ সময় তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনার যে কথা দিয়েছেন নির্বাচন সুষ্ঠু করবেন তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা নির্বাচনে এসেছি। কিন্তু আমরা দেখছি অন্য চিত্র। আমাদের পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। আমি কিছু বলতে গেলে বলে প্রমাণ নিয়ে আসতে। আর মানুষের মধ্যে এক প্রকারের আতঙ্ক কাজ করছে।
তিনি আরো বলেন, যারা বিরোধীদলে আছে তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আপনারা সবাই অবশ্যই ভোটকেন্দ্রে আসবেন। আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * এম.এ. ইউসুফ * সোনালী আঁশ
সাম্প্রতিক সংবাদ