শিরোনাম
মানসিক চাপ হলেই কেন মুখে ব্রণ বাড়ে, সমাধান কী?   » «    যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে চন্দ্রপাড়া দরবার শরীফের ওরছ অনুষ্ঠিত   » «    সিলেটের কোয়ারি থেকে বালু-পাথর তোলার অনুমতি নিয়ে শুরু হয়েছে চক্রান্ত   » «    শব্দদুষনে অতিষ্ঠ সিলেটবাসী, বাড়ছে নানা রোগ   » «    ইনফ্লুয়েন্সার তনির স্বামী আর নেই   » «   

হবিগঞ্জে চা বাগান থেকে অজ্ঞাত নারীর পোড়া লাশ উদ্ধার

 
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে অজ্ঞাত এক নারীর আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ওই উপজেলার কামাইছড়া চা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, কেউ হয়তো পুড়িয়ে হত্যার পর মরদেহটি এখানে ফেলে গেছে। নিহতের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান জানান, তাকে অন্য কোথাও হত্যার পর এখানে গুম করার উদ্দেশ্যে হয়তো পুড়িয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সাকালে কামাইছড়া চা বাগানে এক নারীর আগুনে পোড়া বিভৎস মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তারা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * চা- বাগান * পোড়া লাশ উদ্ধার
সাম্প্রতিক সংবাদ