শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

আচরণবিধি লঙ্ঘনে ২০৮ প্রার্থীকে ইসির শোকজ

আগামী ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বর্তমানে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা চলছে। তবে নির্বাচনী প্রচারণা ঘিরে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে।
 ফলে একের পর এক প্রার্থীকে শোকজ ও তলব করছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে শোকজের সংখ্যা দুই শ’ ছাড়িয়ে গেছে।
সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসি সূত্র জানায়, এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া ২০৮ জন প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন কমিশন।
এ ছাড়া প্রার্থী এবং তাদের সমর্থক ছাড়াও মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ইসি প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাচ্ছে।
শোকজের তালিকায় রয়েছেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ক্রিকেটার সাকিব আল হাসান, শিল্পী মমতাজ বেগমসহ আরও অনেক আলোচিত ও হেভিওয়েট প্রার্থী।
নির্বাচন কমিশনের আইন শাখার যুগ্মসচিব মাহবুবার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে সাবেক নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আচরণবিধি লঙ্ঘন এমন একটা পর্যায়ে চলে গেছে যে এটা ফৌজদারি অপরাধ হয়ে যাচ্ছে। আচরণবিধি লঙ্ঘন হলে সেটা নিয়ন্ত্রণ করা যায়।
কিন্তু যদি ফৌজদারি অপরাধ হয়, তাহলে সেটা তো আচরণবিধির মধ্যে পড়ে না। যেসব প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ পাওয়া যাবে, তাদের বিষয়ে ইসিকে সর্বোচ্চ বল প্রয়োগ করতে হবে।
তবে আচরণবিধি লঙ্ঘন করলেই প্রার্থিতা বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আচরণবিধি লঙ্ঘন * শোকজ
সাম্প্রতিক সংবাদ