ঝালকাঠিতে নানা আয়োজনে সিটি ক্লাব ও পাঠাগারের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ঝালকাঠি প্রতিনিধি:
দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন সিটি ক্লাব ও পাঠাগারের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটা, প্রায়ত সদস্যদের রুহের মাগফেরত কামনায় দোয়া ও মিলাদ, দুস্থদের মাঝে খাদ্য ও মশারী বিতরণ, আন্তঃ ক্লাব ক্রীড়া প্রতিযোগিতা, শিশু শিক্ষার্থীদের কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র সহ নানা আয়োজন করে সংগঠনটি।
গৌরবের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি সিটি ক্লাব ও পাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ্ আলম বেলুন উড়িয়ে ক্লাব কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে ক্লাব কার্যালয়ের সামনেই শেষ করে।
এ সময় সংগঠনের সভাপতি আব্দুস ছালাম চুন্নু এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ক্লাব ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও নলছিটি উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, আজীবন ও দাতা সদস্য ডাঃ অসীম কুমার সাহা, উপদেষ্টা গৌতম সরকার বাবু, উপদেষ্ঠা অলোক কুমার সাহা, উপদেষ্ঠা হেমায়েত উদ্দিন হিমু, উপদেষ্ঠা শহিদুজ্জামান অশ্রæ সহ অন্যান্য অতিথিবৃন্দ ও সিটি ক্লাবের প্রাথমিক, সাধারণ ও আজীবন সদস্যরা। প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কাজের সার্বিক তত্বাবধায়নে ও দিকনির্দেশনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হক বাপ্পী।
আলোচনা সভায় প্রধান অতিথি সিটি ক্লাব ও পাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ্ আলম বলেন ১৯৮৪ সালে ২৪ ডিসেম্বর এই ক্লাব মাদক ও সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিষ্ঠীত হয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত এই ক্লাব সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে ও সকল ভালো কাজের সাথে আছে। আমিও যত দিন জীবিত আছি এই ক্লাবের সকল ভালো কাজের সাথে থাকবো।