ভোটে কারচুপি হলে তাৎক্ষণিক ভোট বন্ধ
বরিশাল প্রতিনিধি:
একটা ভোট ও কারচুপি হলে সঙ্গে সঙ্গে ভোট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
২৩/১২/২০২৩ ইং শনিবার বরিশালে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় সিইসি আরও বলেন, আচরণ বিধি কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন বিদেশে আমাদের দেশ নিয়া নানা কথা উঠেছে। অবাধ, সুস্ঠ, নিরপেক্ষ ভোট আয়োজন করার দাবী আছে বিদেশিদের। প্রার্থীদের সহায়তায় জাতীয় নির্বাচন করতে চাই। তিনি আরও বলেন, কেন্দ্রে ফল ঘোষণা করা হবে। প্রার্থীরা ঘরে বসেই ফলাফল জানতে পারবে।