গুলিস্তানে রাত সোয়া ৯ টায় পরিবহনের বাসে আগুন
রাজধানীর গুলিস্তানে সময় পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২২ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে গুলিস্তান টোল প্লাজার পাশে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গুলিস্তান টোল প্লাজার পাশে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নেভায়।
তবে এতে হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।