শিরোনাম
বুটেক্সের নতুন প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান   » «    চালের দাম বাড়ার সুযোগ আর থাকবে না : চট্টগ্রামে খাদ্য উপদেষ্টা   » «    লালমনিরহাটে পথচারীর অন্ডকোষ কামড়ে নিয়ে গেছে শিয়াল   » «    জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাঁধায় বন্ধ   » «    বিমানবন্দরে দুর্ঘটনা প্রতিরোধে অগ্নিমহড়া   » «   

আন-নূর ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে চসিক মেয়র রেজাউল শিশুরা আলোকিত মানুষ হবে

শিশুরা আলোকিত মানুষ হবে এবং সত্য সুন্দর কল্যাণের পথ ধরে জীবনের সফলতাকে খুঁজে নেবে, এরূপ স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশায় গতকাল রহমতগঞ্জ ক্যাম্পাসে উদ্বোধন হল আন- নূর ইন্টারন্যাশনাল স্কুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমেদ, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যুরো চীফ কলিম সারোয়ার, ২১ জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন,ভেগাস ফার্নিচার ও আবদুল্লাহ কনভেনশন হল এর চেয়ারম্যান সাইফুদ্দিন চৌধুরী দুলাল।
প্রধান অতিথি  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেন, আমরা শিশুদের স্কুলে পাঠায় নৈতিকতা, দক্ষতার পাশাপশি দেশের ইতিহাস ও ঐতিহ্য জানার জন্য। এক্ষেত্রে আন- নূর ইন্টারন্যাশনাল স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, শিক্ষার ডিজিটাল রূপান্তরে মানসম্মত ডিজিটাল কনটেন্টের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি ভালো কনটেন্ট শিশুদের প্রতিভা বিকাশে ফলপ্রসূ অবদান রাখছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্ম আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদেরকে ডিজিটাল যন্ত্র ব্যবহারে দক্ষ করে তুলতে শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আন-নূরের  বিশেষত্ব : আন-নূরের লক্ষ্য হল অন্যান্য বিষয়ের মত মূল বিষয় হিসেবে আরবি ভাষা, ইসলামিয়াত এবং তাজবীদ সহ মানসম্পন্ন শিক্ষা প্রদান করা। আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের সর্বাত্মক উন্নয়ন সন্নিবেশিত করার অভিপ্রায়ে স্কুলটি চালু করা হয়েছে। স্কুলটি নৈতিক মূল্যবোধ এবং নীতিশাস্ত্র সহ জাতীয় পাঠ্যক্রম (ইংরেজি সংস্করণ) অনুসরণ করে যা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট  এর দিকে নিয়ে যায়। তাছাড়া, প্রচুর সংখ্যক পাঠ্যক্রমিক, সহ-পাঠ্যক্রমের পাশাপাশি প্রচুর অতিরিক্ত পাঠ্যক্রম সরবরাহ করে থাকে।
সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং অতি-আধুনিক ডিজিটালাইজড ক্লাসরুম এবং অডিও ভিজ্যুয়াল সাউন্ড অনুসরণ করে ছাত্ররা প্রতিদিন স্কুল প্রাঙ্গণে একত্রে সমবেত প্রার্থনা করে। আরবি, ইংরেজি, বাংলার মতো ত্রি-ভাষিক দক্ষতার বিকাশ এবং প্রতিটিকে অবশ্যই সমান গুরুত্ব দেওয়া হয়ে থাকে। সু-প্রশিক্ষিত শিক্ষক দ্বারা বাধ্যতামূলক কুরআন তেলাওয়াত শিক্ষা।
সর্বোত্তম ছাত্র-শিক্ষক সম্পর্ক তৈরি করতে প্রতি শ্রেণী/বিভাগে মাত্র ২৫ জন শিক্ষার্থী। অভিজ্ঞ, অনুপ্রেরণামূলক এবং আদর্শ শিক্ষণ দল অত্যন্ত যোগ্যতাসম্পন্ন পরামর্শদাতাদের দ্বারা পরিচালিত। গতানুগতিক শিক্ষার চেয়ে নৈতিক ও স্মার্ট শিক্ষার লক্ষ্য।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক ইসলামিক দৃষ্টিভঙ্গি গ্রহণ, বিকাশ ও অনুশীলন করুন এবং এই জীবন এবং পরকালের জন্য আচরণ। অবিরাম সিসিটিভি নজরদারি, শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করতে স্কুলের বাইরে আউটডোর ট্যুরিং। ছেলে এবং মেয়েদের পৃথক পৃথকীকরণ বজায় রাখা হয়।
শুধুমাত্র একটি ডিগ্রি নয়, মহৎ চরিত্র গঠনের দিকে মনোনিবেশ করা। নৈতিক ভিত্তি নির্মাণে অঙ্গীকারবদ্ধ আন-নূর ইন্টারন্যাশনাল স্কুল।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আন-নূর ইন্টারন্যাশনাল স্কুল * চসিক মেয়র রেজাউল
সাম্প্রতিক সংবাদ