উজিরপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় হামলার শিকার এক গৃহবধু
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের দক্ষিন সাতলা গ্রামে কুপ্রস্থাবে রাজি না হওয়ায় হামলার শিকার হয়েছেন এক গৃহবধূ।হামলার শিকার গৃহবধূ মোরশেদা পারভিন (২২) জানান, একই গ্রামের মৃত জব্বার বিশ্বাসের ছেলে আঃ রহিম বিশ্বাস ও মৃত আহমেদ বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস গত ৬ মাস ধরে বিভিন্ন প্রকার কুপ্রস্তাব দিয়ে আসছেন। বিষয়টি আমি আমার স্বামীর কাছে জানালে, আমার স্বামী বিষয়টি নিয়ে এলাকার মুরুব্বিদের কাছে বিচার দিলে বিষয়টি নিয়ে আঃ রহিম বিশ্বাস ক্ষিপ্ত হয়ে তার নেতৃত্বে ২৩ ডিসেম্বর সকাল ০৬ টায় সেলিম বিশ্বাস, মিলন বিশ্বাস সহ ৬-৭ জনের একদল সন্ত্রাসীর মিলে আমার বাড়ি থেকে পারাপাড়ের একমাত্র সাঁকোটি ভেঙ্গে ফেলে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় আমি প্রতিবাদ করলে আমাকে বেদম মারধর করে এবং বুকের উপর প্রচন্ড আঘাত করলে আমি অজ্ঞান হয়ে যাই। পরে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়।
অভিযোগের বিষয় আঃ রহিম বিশ্বাস বলেন, আমি অথবা সেলিম বিশ্বাস কেউ তাকে কোন প্রকার কুপ্রস্তাব দেইনি, তিনি আমাদের চাষকৃত মাছ ধরতে বাধা প্রদান করেন এবং উল্টো আমাদের উপর হামলা করেন। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।