দীর্ঘ ১২ দিন পর ভোমরা বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু 

এস এম হাবিবুল হাসান :
দীর্ঘ ১২ দিন পর ভারত থেকে সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।নতুন করে আমদানির ফলে দেশে পেঁয়াজের দাম আরও কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
বুধবার (২০ডিসেম্বর)সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত ১৯টি পেঁয়াজবাহী ট্রাকে প্রায় ৫০০ মেট্রি:টন পেঁয়াজ ভারতের ঘোজাডাঙ্গা হয়ে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে প্রবেশ করে।ভারত সরকার রপ্তানি বিধি-নিষেধ শিথিল করায় নতুন করে এই পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানিকারররা জানান,ভারত সরকার হঠাৎ করেই গত ৭ ডিসেম্বর অভ্যন্তরীণ সংকট ও দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। ফলে দেশের বাজারে ভারতীয় পেঁয়াজ শূন্য হয়ে পড়ে।এই অবস্থায় কেজিতে ১০০-১২০ টাকা থেকে দাম বেড়ে ২০০-২৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়।গত কয়েকদিন ধরে অবশ্য দেশি পেঁয়াজ বাজারে উঠতে শুরু করায় দেশের বাজারে পেঁয়াজের দাম কমে বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়।
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের আমদানিকারক শাহীনুর রহমান জানান, দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে বাড়তি দামেই পেঁয়াজ আমদানি অব্যাহত রাখা হয়েছিল। কিন্তু অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকটের অজুহাত দেখিয়ে গত ৭ ডিসেম্বর হঠাৎ ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। ৭ তারিখের আগে করা এলসির পেঁয়াজ রপ্তানি করার জন্য সে দেশের ব্যবসায়ীদের মাধ্যমে ভারত সরকারের কাছে চাপ তৈরি করা হচ্ছিল।এ অবস্থায় ভারত সরকার আগের এলসির পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত দিলে বুধবার থেকে দেশে আমদানি শুরু হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * পেঁয়াজ আমদানি শুরু * ভোমরা বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
সর্বশেষ সংবাদ