শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

গাজীপুর-৩ আসনসহ দেশের অধিকাংশ আসন ক্রমশ: উত্তপ্ত ও সাংঘর্ষিক হয়ে উঠছে

  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। চলছে প্রচারণার পর্ব, ৭ জানুয়ারি ভোট।
গত সোমবার প্রতীক বরাদ্দের পরপরই শুরু হয় সব প্রতীকপ্রাপ্ত প্রার্থীদের প্রচারণা। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনএমসহ স্বতন্ত্র প্রার্থী নেমে পড়ে গণসংযোগে, ঘটে নির্বাচনী বিধি লঙ্ঘন, হামলা, মারধরের ঘটনা।
গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) প্রচারণার দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
গণমাধ্যমে প্রকাশিক প্রতিবেদন বলছে, যশোর, জয়পুরহাট, পাবনা, জামালপুর, কুষ্টিয়া, নাটোর, টাঙ্গাইল ও ঢাকার সাভারে এবংরগাজীপুর-৩ আসনে আওয়ামী লীগের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা হামলা-সংঘর্ষে জড়িয়েছেন।
এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের পক্ষের প্রচারে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের সমর্থকেরা বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার প্রচারপত্র (লিফলেট) ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
গণমাধ্যমে প্রকাশিক প্রতিবেদন বলছে, যশোর, জয়পুরহাট, পাবনা, জামালপুর, কুষ্টিয়া, নাটোর, টাঙ্গাইল ও ঢাকার সাভারে আওয়ামী লীগের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা হামলা-সংঘর্ষে জড়িয়েছেন।
এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের পক্ষের প্রচারে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের সমর্থকেরা বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার প্রচারপত্র (লিফলেট) ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুসের দুই সমর্থককে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি মামলা হয়েছে।
গতকাল (১৯ ডিসেম্বর) যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ও তাঁর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
জয়পুরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী গত সোমবার রাতে দুই শতাধিক কর্মী-সমর্থক নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের ফটকে অবস্থান নেন।
অন্যদিকে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদকে নির্বাচনী প্রচারণার সময় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।
এ সময় সংঘাতে ৭ জন আহন হন। জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আবদুর রশিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন।
এছাড়া কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনেও সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আবদুর রউফ। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য সেলিম আলতাফের সমর্থকেরা তাঁর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছেন ও তাঁর কুমারখালীর বাসায় হামলা চালিয়েছেন।
ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং ওরফে মুরাদ এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম।
স্বতন্ত্র এ দুই প্রার্থীর অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতিমন্ত্রী এনামুর রহমানের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
টাঙ্গাইলের ভূঞাপুরে স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদারের নির্বাচনী সভা এবং গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এই হামলার জন্য ইউনুস আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ওরফে ছোট মনিরের অনুসারীদের দায়ী করেছেন।
গাজীপুর-৩ আসনের বরমী এলাকায় নৌকার সমর্কেরা আজ স্বতন্ত্র প্রার্থি ইকবাল হোসেন সবুজ এমপির লিফলেট বিতরণকারী মহিলা প্রচারকদের উপর হামলা চালিয়েছে।
এ ঘটনার প্রতিবাদ জানালে একজনকে লোহার রড দিয়ে প্রহার করা হয়েছে।তিনি অভিযোগ করেছেন তাকে  রড দিয়ে আঘাত করার পর গলা টিপে হত্যার চেষ্টা পর্যন্ত করা হয়েছে।প্রচারকাজে নিয়োজিত মহিলা সমর্থকেরা বলেছেন, তাদের প্রচারপত্র নৌকা সমর্থক এক ব্যক্তি ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়।
অপরদিকে দক্ষিণ ভাংনাহাটি এলাকায় নৌকার প্রার্থির দেওয়ালে গাম দিয়ে লাগানো পোস্টার সবুজ সমর্থকেরা ছিড়ে ফেলেছে।সিসিটিভি ফুটেজ ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।এছাড়া এ ঘটনায় মামলা হতে পারে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে।
এছাড়া এ আসনে নৌকার মনোনয়ন প্রাপ্তির পর জমি দখলের অন্তত ১০টি ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থি ইকবাল হোসেন সবুজ এমপি। এর আগে তিনি অভিযোগ করেন দলিয় কার্যালয় থেকে জাতির পিতা, প্রধানমন্ত্রী এবং তার ছবি সরিয়ে ফেলে তা পদদলিত করা হয়েছে।এছাড়াও চাঁদাবাজি,হুমকি,প্রচার প্রচারণায় বাধা,নির্বাচনি অফিস করতে না দেওয়াসহ সামাজিক শঙ্কা ও অস্থিতরতা সৃষ্টির অভিযোগ করেন তিনি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * উত্তপ্ত * গাজীপুর-৩ আসন * সাংঘর্ষিক হয়ে উঠছে
সাম্প্রতিক সংবাদ