সব ধরনের চ্যালেঞ্জ নিয়েই নির্বাচনে নেমেছি : শেরীফা কাদের এমপি
স্টাফ রির্পোটার:
ঢাকা -১৮ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের এমপি বলেছেন, সব ধরনের চ্যালেঞ্জ নিয়েই নির্বাচনে নেমেছি। তিনি বলেন, সাধারণ মানুষের মাঝেই আছি। কোন অপশক্তি জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না। জনগণকে সঙ্গে নিয়ে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করবো। অভিভাবকদের সাথে নিয়ে কিশোর গ্যাং কালচার নির্মূল করবো। নির্বাচিত হলে উত্তরখান, দক্ষিণখান, কাওলা ও এয়ারপোর্ট এলাকার রাস্তাটা নির্মাণ করবো। মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতেই আমাদের রাজনীতি। আজ বিকেলে কাওলা বাজারে এক সুধি সমাবেশে শেরীফা কাদের এ কথা বলেন।
পরে কাওলা এলার বিভিন্ন সড়কে গণসংযোগ করেন শেরীফা কাদের। সকালে উত্তরায় বেশ কয়েকটি সুধি সমাবেশে যোগ দিয়ে গণসংযোগ করেছেন তিনি। সন্ধ্যায় উত্তরার শিনশিন হাসপাতালের সামনে থেকে লাঙ্গল প্রতীকের সমর্থনে বের হওয়া মিছিলে অংশ নিয়ে গণসংযোগ করেন শেরীফা কাদের এমপি।