শিরোনাম
মানসিক চাপ হলেই কেন মুখে ব্রণ বাড়ে, সমাধান কী?   » «    যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে চন্দ্রপাড়া দরবার শরীফের ওরছ অনুষ্ঠিত   » «    সিলেটের কোয়ারি থেকে বালু-পাথর তোলার অনুমতি নিয়ে শুরু হয়েছে চক্রান্ত   » «    শব্দদুষনে অতিষ্ঠ সিলেটবাসী, বাড়ছে নানা রোগ   » «    ইনফ্লুয়েন্সার তনির স্বামী আর নেই   » «   

মধ্যনগরে গীতাদান উৎসব

মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ভারত সীমন্তবর্তী উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে  শ্রীমদ্ভগবদ্ গীতা দান উৎসব উদযাপিত হয়েছে। ২০ ডিসেম্বর বুধবার দুপুরে ইউনিয়নের শ্রীপুর গ্রামে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের আয়োজনে হাজং ও বানাই সম্প্রদায়ের মাঝে হিন্দু সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদ্ গীতা দুইশত ভক্তের মধ্যে বিনামূল্যে বিতরন করা হয়। শ্রীশ্রী গীতাদান উৎসবে কুমেদ চন্দ্র হাজং এর সভাপতিত্বে লন্ডন প্রবাসী শ্যামল রায়ের সহযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসকনের সহ-সভাপতি  সিলেটের মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পবিত্র ধর্মগ্রন্থের সারাংশ বিষয়াদি উপস্থাপন সহ ধর্মীয় নীতি বাক্য ও সঙ্গীতানুষ্ঠান, মাতৃভাষা সম্বলিত ধর্মীয় নৃত্য ও তান্ডব কীর্ত্তনের মধ্যদিয়ে গীতাদান উৎসবের সমাপ্তি হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * গীতাদান উৎসব * মধ্যনগর
সাম্প্রতিক সংবাদ