বাগআঁচড়ায় আফিল উদ্দিনের নৌকায় ভোট প্রার্থনা করে গণসংযোগ ও পথসভা

বেনাপোল প্রতিনিধি :
শার্শা উপজেলা বাগআঁচড়ায় ইউনিয়নে বাংলাদেশ আ.লীগ মনোনীত নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিনের নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করে বাগআঁচড়া বাজারে মঙ্গলবার বিকালে বাগআঁচড়া ও কায়বা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত নেতৃবৃন্দের সাথে গণসংযোগ ও পথসভা করেছেন। বাগআঁচড়া ইউনিয়ন আ.লীগের আয়োজনে  দুই  ইউনিয়নের বাগআঁচড়া ও কায়বার বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজার থেকে আসা আ.লীগ সভাপতি, বঙ্গবন্ধুর কন্যা, বিশ্ব মানবতার মা, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে স্বাধীনতার ও উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। এসময় বাগআঁচড়া ইউনিয়ন আ.লীগ সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আ.লীগ মনোনীত প্রার্থী শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র নেতৃবৃন্দসহ কায়বা ইউনিয়ন আ.লীগ সভাপতি হাসান ফিরোজ (টিংকু), সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ইলিয়াছ কবির বকুল, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন, দুই ইউনিয়নের নির্বাচিত ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের স্থানীয় সকল নেতাকর্মী, উপজেলা আ.লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও ওয়ার্ড পর্যায়ে থেকে আগত আ.,লীগ নেতৃবৃন্দ।
এসময় স্বাধীনতা, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতিক নৌকার মাঝি শেখ আফিল উদ্দিনকে সাথে নিয়ে হাজার হাজার নেতাকর্মীরা নৌকা মার্কার মিছিল বাগআঁচড়া বাজার প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  এসময় নির্বাচনী পথসভায় আ.লীগ যুবলীগ.ছাত্রলীগ. কৃষক লীগ. শ্রমিক লীগ ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আফিল উদ্দিন * বাগআঁচড়া
সর্বশেষ সংবাদ