আজ সিলেটে মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করবেন শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হজরত শাহজালাল (র) ও হজরত শাহপরান (র) মাজার জিয়ারত করে সিলেট থেকে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করবেন তিনি। জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভাকে ঘিরে দলের নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উত্দিপনা লক্ষ্য করা গেছে।
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে সামনে রেখে নগরীতে নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে এক সপ্তাহ ধরে চলছে মাঠ ও মঞ্চ তৈরির কাজ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছাড়া গণমাধ্যমকর্মীদেরও মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি এই কয়দিন। সিলেট নগরীর বিভিন্ন সড়কও দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হয়েছে। রঙ লাগানো হয়েছে সড়ক বিভাজকে। সংযোজন করা হয়েছে নতুন সড়ক বাতি। তবে অন্য সময়ের মতো নগরজুড়ে এবার ব্যানার ফেস্টুনের বাহার নেই। বেড়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জানিয়েছেন, তিনি মেয়র নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী প্রথম সিলেট সফর করছেন। এজন্য তিনি তার নির্বাচনী ওয়াদা পালনে গুরুত্ব বাড়িয়েছেন। এদিকে  আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে জনসভাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নির্বাচনী প্রচার * সিলেটে মাজার
সর্বশেষ সংবাদ