প্রার্থিতা ফিরে পেলেন আওয়ামী লীগের আরও ৩ নেতা শামীম-বাবুল,সালাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আরও দুই নেতা প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) ও হাইকোর্টে প্রার্থিতা বাতিলের পর আজ মঙ্গলবার চেম্বার জজ আদালতে তাঁরা প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রার্থিতা ফিরে পেয়েছেন ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক ও যশোর-৪ আসনে এনামুল হক বাবুল।
মঙ্গলবার শামীম হক ও এনামুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। হাইকোর্টের আদেশ স্থগিত করে তাঁদের নির্বাচন করার সুযোগের আদেশ দেন তিনি।
গত সোমবার দ্বৈত নাগরিকত্বের অভিযোগে শামীম হকের প্রার্থিতা বাতিল বহালের রায় দেন হাইকোর্ট। বিচারপতি ইকবাল কবীর ও মনিরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ দ্বৈত নাগরিকত্ব থাকায় এ আদেশ দেন।
দ্বৈত নাগরিকত্বের কারণে শুক্রবার নির্বাচন কমিশনের আপিল শুনানিতে শামীম হকের প্রার্থিতা বাতিল করা হয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করেছিলেন।
ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ ও আওয়ামী লীগের প্রার্থী শামীম হক একে অপরের প্রার্থিতা বাতিল চেয়ে পাল্টাপাল্টি আপিল করেছিলেন নির্বাচন কমিশনে। তাদের দুজনের বিরুদ্ধেই দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ছিল।
শামীম হকের দাবি, আজাদ আমেরিকার নাগরিক। আর এ কে আজাদের দাবি, শামীমের নাগরিকত্ব আছে নেদারল্যান্ডসের। পরে নির্বাচন কমিশন অভিযোগের সত্যতা না পাওয়ায় এ কে আজাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করে এবং শামীম হকের প্রার্থিতা বাতিল করেন।
এর আগে ঋণখেলাপির অভিযোগে যশোর–৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের নৌকার প্রার্থী এনামুল হক বাবুলের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।
যশোরের জনতা ব্যাংক নওয়াপাড়া শাখায় রুম্মন ট্রেডার্সের বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগ রয়েছে। যার সত্ত্বাধিকারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী এনামুল হক বাবুল।
গত ২৬ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর জনতা ব্যাংক পিএলসি নওয়াপাড়া করপোরেট শাখার সহকারী ব্যবস্থাপক মো. ইমরান হোসেন শামিমের সহযোগিতায় ব্যাংকের হেড অফিসে উপমহাব্যবস্থাপক সিআইবি ডিপার্টমেন্ট বরাবর একটি চিঠি পাঠান।
ওই চিঠিতে ব্যাংকের খেলাপি ঋণগ্রহীতা এনামুল হক বাবুলকে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে ছয় মাসের স্থগিতের আবেদন করে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)। চিঠির সঙ্গে তাঁর বিরুদ্ধে করা একটি মামলার কপিও সংযুক্ত করা হয়।
যশোরের সিনিয়ন নির্বাচন কর্মকর্তা আনিচুর রহমান জানান, ব্যাংকসহ অন্যান্য সংস্থাগুলোকে এসব বিষয়ে সহযোগিতার জন্য ইতিপূর্বেই চিঠি দেওয়া হয়েছিল। সমস্ত যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে।
এদিকে ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অব.) এম এ সালামের মনোনয়নপত্র বাতিলে ইসির সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এতে প্রার্থিতা ফিরে পান তিনি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * প্রার্থি * শামীম-বাবুল * সালাম
সর্বশেষ সংবাদ