শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন সাবেক প্রধান শিক্ষিকা মমতাজ মহল

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের হালিমা গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা মমতাজ মহল রেখা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। মাত্র একদিন আগে বুধবার রাতে মমতাজ মহলের ভাই মারা যান। তিনি ফরিদপুর ডায়বেটিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আব্দুস সামাদের সহধর্মিণী ছিলেন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি শহরের ২ নং হাবেলি গোপালপুরস্থ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই পুত্র সন্তান রেখে যান। এর আগে তার আরেক সন্তান হামিম মারা যান।
এর মাত্র একদিন আগে বুধবার রাতে মমতাজ মহল রেখার ভাই শহরের আলীপুর পাকিস্তানপাড়া নিবাসী সাবেক ব্যাংকার হাফেজ শহিদুল হক মিলু (৭০) ইন্তেকাল করেন। বৃহস্পতিবার দুপুরে বাদ জোহর হাফেজ মিলুর জানাযা ও দাফনের প্রস্তুতি চলছিলো। জানা গেছে, স্ত্রী ও একপুত্র রেখে যান হাফেজ মিলু। ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পরেরদিনই মারা গেলেন বোন মমতাজ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * প্রধান শিক্ষিকা মমতাজ মহল
সাম্প্রতিক সংবাদ